fiverr Profile optimization - Fiverr gig Ranking Tips

 





ভুমিকা : আমরা যারা নতুন ফ্রিলান্সার সকলেই Fiverr এ কাজ করতে চাই, কিন্তু Fiverr এ কাজ পেতে আমাদের কিভাবে প্রোফাইল সাজাতে হবে সেটাই ঠিক মতো জানি না।  আজকে আমি আপনাদের কে শিখাব কিভাবে আপনি আপনার জন্য একটু প্রফেশনাল ফাইভার প্রোফাইল তৈরি করবেন, 


একটি সুন্দর প্রফোল তৈরি মাধ্যমে ক্লাইট বুজতে পারবে, আপনি কি বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনি আপনার প্রোফাইলে ভালোভাবে বুজাতে হবে এবং ক্লাইট আপনাকে আপনার প্রোফোইল দেখেই কাজ দিবে, একটি প্রফেশানাল Fiverr প্রোফাইল তৈরি করতে যা যা প্রয়োজন :


১ / একটি প্রফেশানাল এবং মর্ডার ইউজার নেইম :


আপনি যে রিলেটেড কাজ করবেন চেষ্টা করবেন সেই রিলেটেড একটি নাম দেওয়ার,  এতে ক্লাইট দের বুজতে শুভিদা হয়, এবং অনেক সময় আপনার Fiverr প্রোফাইল গুগুলে সার্চ করেও ক্লাইট পেতে পারে তখন আপনার নামটি যদি ক্লাইট বুজতে পারে যে এই সেলার আমার রিলেটেড সার্ভিস প্রোভাইড করে তখন কাজ পারবা চাহিদা বেড়ে যায়, 


আমরা অনেকেই নিজের নামে ইউজারনেইম দিয়ে থাকি, আপনি চাইলে নিজের নামেও প্রফোইল তৈরি করতে পারেন কিন্তু কখনোই প্রোফাইলের নামের শেষে সংখ্যা যুক্তর করবেন না,  আপনি যদি আপনার ইউজার নেইম এর শেষে সংখ্যা যুক্ত করেন তাহলে আপনার ইউজার নেইমটি আর SEO ফ্রেন্ডলি থাকে না, তাই সব সময় আপনার লক্ষ রাখতে হবে, আপনি নিজের নামে প্রফোল তৈরি করুন আর ব্রেন্ড নেইমে প্রোফাইল তৈরি করুন, কখনো আপনার Fiverr এর ইউচার নেইমে সংখ্যা ইউজ করবেন না, 


২/ Fiverr শর্ট ড্রিসক্রিপশন :


আমাদের মাথায় যা আসে আমরা সেটা দিয়ে ই Fiverr এর শর্ট ড্রিসক্রিপশন এড করে দেই, এটা একদম ই সঠিক কাজ নয়, আপনি শর্ট ড্রিসক্রিপশন সব এমন কিছু যুক্তর করবেন যাতে ক্লাইট দেখে চমকে যায়। যে ই সেলার আমার কাজটি সঠিক ভাবে করে দিতে পারবে, 


শর্ট ড্রিসকিপশনে আপনি যে সার্ভিস প্রোভাইড করবেন ক্লাইট সেটা ছোট আকারে ক্লাইট কে বুজিয়ে দিবন, অথবা আপনি ক্লাইট কে কি শুভিদা দিবেন আপনার থেকে কাজ করিয়ে নিলে সেটা বুজিয়ে দিবেন, এমন কিছু যুক্তর করবেন, যাতে ক্লাইট আক্রিষ্ঠ হয় আপনাকে কাজ দিতে,


৩/ Fiverr প্রোফাইল ড্রিসক্রিপশন


প্রোফাইল ড্রিসক্রিপশন অনেক অনেক গুরুত্ব পুর্ণভুমিকা পালন করে কাজ পাবার জন্য, এবং আপনি কি কাজ পারেন, এবং আপনি কে আপনার সম্পর্কে  সম্পূর্ণ ডিটেলস যানতে পারবে ক্লাইট, তাই Fiverr profile Optimaizetion এর জন্য প্রোফাইল এর ড্রিসক্রিপশনের অনেক ভুমিকা আছে,


প্রোফাইল ড্রিসক্রিপশন কি কি যুক্ত করবেন 

 প্রথমে আপনার ফুল নেইম এবং আপনি কি কাজ করেন (যেমন - Hi My Name Is Nazmul Hasan Shabbir I'm a professional Graohic Designer.)  এই ভাবে দিবেন এবং আপনি কতো বছর ধরে কাজ করতেছেন সেটা উল্লেখ করবেন, এবং আপনি আগে কোন কোম্পানির জন্য কাজ করলে থাকলে সেটা উল্লেখ করবেন, তার পর আপনি কি কি সার্ভিস প্রধান করবেন সেই সেই সার্ভিস গুলো উল্লেখ করবেন,


আজ এই ৩ টি টিপ্ছ আপনাদের সাথে শেয়ার করলাম, Fiverr Profile Optimaizetion এর উপরে আমাদের পার্ট ২ খুবি দ্রুত পোষ্ট করব আমাদের এই ওয়েব সাইটে, আজকের Article  টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ই ভুল করবেন না,  

No comments

Powered by Blogger.